খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রশ্ন :
হুজুর আমার বয়স ২২,, আমার ঘন ঘন স্বপ্নদোষ হয়,, এখন আমার করণীয় কী? কোন আমল করলে এটা থেকে মুক্তি পেতে পারি।
উত্তর :তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন বিয়ে করলে মুক্তি পাওয়া যায়
প্রশ্ন :রুকু ও বৈঠকে কোথায় দৃষ্টি থাকবে?
উত্তর :রুকুতে পায়ের দিকে, বৈঠকে কোলের উপর তথা দুই হাঁটুর মাঝে।
প্রশ্ন :জাতীয় সংগীত গাওয়া কি জায়েয?
উত্তর :যদি আকীদা বিরোধী কোন কিছু এবং বাদ্যযন্ত্র না থাকে। সেই সাথে নারী পুরুষের মিশ্রণ না থাকলে গাওয়া বৈধ। ধন্যবাদ।
প্রশ্ন :সিজদায় গিয়ে কান্না করে আল্লাহর কাছে কিছু চাওয়া ফরিয়াদ করার বিধান কী?
উত্তর :নামাজের সেজদায় গিয়ে কোরআন হাদিসের বাইরে কোন দোয়া করা যাবে না । নামাজের সেজদা বাদ দিয়ে এমনিতে সেজদায় গিয়ে কান্নাকাটি এবং দোয়া করা যাবে। শুকরান।
প্রশ্ন :❝ ইসলামি আকিদা ❞ বিষয়ে বাংলায় কি কি বই পড়া যায়,
উত্তর :ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ,আল্লামা শাহ কেরামত আলী জৌনপুরীর আকাইদের হাক্কা ধন্যবাদ ।