ঢাকা   ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আধুনিক ইসলামিক প্রশ্ন ও উওর ১৪

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 96 শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রশ্ন: পূন্য এক বছর পূর্ণ হবে সেদিন কেউ যদি যাকাতের হিসাব করতে না পারে এবং কিছুদিন পরে হিসাব করে তাহলে সে কিভাবে যাকাতের হিসাবটা করবে?

পরবর্তীতে যেদিন হিসাব করবে সেদিন হাতে কি কি সম্পদ আছে সেটার হিসাব করবে নাকি যেদিন একবছর হয়েছিল সেদিনের হিসাব করবে(যদিও এটা অনেক সময় অসম্ভব)?

তাছাড়া পরবর্তীতে যেদিন হিসাব করবে সে অতিরিক্ত দিনের যাকাতের হিসাব কিভাবে বের করবে? যেমন বছর থেকে ১০দিন পর হিসাব করল। এ ১০দিনের যাকাতের টাকা কিভাবে বের করবে?

উত্তর : যাকাত বর্ষ হিসাব করা হয় চন্দ্র বর্ষ অনুযায়ী। আর চন্দ্র বর্ষ হয় ৩৫৪ দিনে। যদি ৩৫৪ দিনের বেশি দিনের যাকাত আদায় করতে চান তাহলে, ২.৫ কে ৩৫৪ দিয়ে ভাগ করবেন এরপর ভাগফলকে যতদিনের অতিরিক্ত যাকাত বের করতে চান তত দিয়ে গুণ করবেন, এরপর গুণফলকে 2.5 দিয়ে যোগ করবেন । এতে যে ফলাফল হবে তত পারসেন্ট যাকাত আদায় করতে হবে।
নিচের ছবিতে একটু দেখেন,

প্রশ্ন : ওয়াশরুমে ব্যবহার করার পর। শরীরে যে পানি লেগে থাকে। ওই পানি গুলো কি কাপড় লাগলে কোন সমস্যা হবে।

উত্তর : যে পানি কাপড়ে লাগবে সেই পানিতে যদি নাপাক মিশ্রিত থাকে তাহলে নামাজ হবে না। আর যদি নিশ্চিত থাকেন যে এই পানিতে নাপাক মিশ্রিত নেই তাহলে সমস্যা নেই। জাজাকাল্লাহ খাইরান

প্রশ্ন : আসসালামু আলাইকুম
শরীলের কোন জায়গা থেকে যদি রক্ত বা পোজ বের হয়। এবং এগুলা যদি কাপরে লাগে তাহলে ওই কাপর দিয়ে কি নামাজ পড়া যাবে…?
মানুষের শরীলের রক্ত কি নাপাক…?

উত্তর : হ্যাঁ শরীরের রক্ত পুজ এগুলো শরীর থেকে বের হলে নাপাক হয়ে যায়। সুতরাং এগুলো কাপড়ে লাগলে সে কাপড় পরিবর্তন করে বা ধুয়ে নামাজ পড়তে হবে। শুকরান।

প্রশ্ন : দাদি শাশুড়ি অথবা নানি শাশুড়ির সাথে দেখা দেওয়া জায়েজ আছে?

উত্তর : হ্যাঁ, দেখা করা যাবে। তারা বৈবাহিক সম্পর্কের মাহরাম। ধন্যবাদ।

প্রশ্ন : আসসালামু আলাইকুম।
আমার বড়ো ভাই মো.নজরুল ইসলাম।সে উমরার সফরে বর্তমানে মক্কায় অবস্থান করছে (২০/০৩/২৪)
শেষ সময়ে নফল তাওয়াফ করা অবস্থায় বাসের সময় হওয়ার দরুন (দেড় তাওয়াফ করে ছেড়ে দেয়) এখন তার করনীয় কি জানালে উপকৃত হব।

উত্তর : যদি একান্ত ওজরের কারণে ছেড়ে দিতে হয় তাহলে সমস্যা নেই। তবে সুযোগ থাকলে সাতটি তাওয়াফ পূরণ করবে। জাযাকাল্লাহ।

প্রশ্ন : (সাধারণত শীতকালে এমনটা বেশি হয়)
অজু করে নামাজে যখন সিজদায় যাই তখন মনে হয় যেন দু-এক ফোঁটা পেশাপ ঝরে। এই অবস্থায় কি করণীয়?
দয়া করে বিষয়টা বুঝিয়ে দিলে উপকৃত হব।

উত্তর : নামাজের সময় হওয়ার অনেক আগেই ইস্তেঞ্জা সেরে নেন। তাহলে সমস্যা না হওয়ার কথা। অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেন সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ।

প্রশ্ন : আসসালামু আলাইকুম, এশার নামাজের প্রথম দুই রাকাত পড়তে পারিনি, শেষের দুই রাকাতে কি আলহামদুলিল্লাহ সুরার সাথে সুরা মিলাব নাকি তাশাহুদ পরে পরের দুই রাকাতে সুরা মিলাব, যেহেতু ইমামের পিছনে প্রথম দুই রাকাত নামাজ পড়তে পারিনি আমি সুখরান

উত্তর : ইমাম সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে দুই রাকাত নামাজ পড়বেন। শুকরান।

প্রশ্ন : হুজুর আমার প্রশ্নটা হলো আমি সারাদিন ভালো থাকি কিন্তু যখনই অজু করি তখনই আমার অজু ছুটে যায় মনে সন্দেহ আসে অজু আছে কিনা বারবার অজু করা লাগে ঠিকমতো ইবাদত করতে পারি না এখন আমার করণীয় কি? জানাবেন

উত্তর : অজু ভাঙ্গার কোন কারণটার প্রতি সন্দেহ হয়?

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪