খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এক ভাইয়ের আর্তনাদ!
ভাইজান হারাম রিলেশনে ছিলেন এবং পরিবারের মাধ্যমে বিয়ে করেন। ভাইজান এই হারাম সম্পর্কে ছিলেন বলে খুবই অনুতপ্ত ও আল্লাহর কাছে সবসময়ই ক্ষমা প্রার্থনা করেন। তবে ভাইজানের আম্মা ভাইজানকে বদদোয়া দেন (আল্লাহ মাফ করো) এমনকি প্রায়শই দেন। এর ফলে ভাইজান আরো ভেঙে পড়ছেন। ভাইজানের কথা হচ্ছে,তার আম্মা তার উপর অসন্তুষ্ট যার কারণে অবশ্যই অবশ্যই আল্লাহও তার উপর অসন্তুষ্ট। এখন ভাইজান তার আম্মার কাছে ক্ষমা চাইতে গেলে তার আম্মা বলে যে “এই ন্যাকামির দরকার নাই”। এখন ভাইজান কোনো ইবাদত করতে গেলে ইবাদতে মনোযোগ দিতে পারেন না এবং সবসময় এইটা মনে হয় যে তার কোনো আমল বা ইবাদত কবুল হচ্ছে না আর হবেও না। এখন ভাইজানের করণীয় কি??
উত্তর :আপনি আপনার কৃত গোনার জন্য তওবা ইস্তেগফার করবেন। সামনে এমন গুনা না করার দৃঢ় প্রতিজ্ঞা করবেন। আপনার মাকে বোঝানোর চেষ্টা করবেন প্রয়োজনে বাড়ির অন্য মানুষকে দিয়ে বোঝাবেন। এরপরও যদি মা বুঝতে না চায় তাহলে আপনি কোন চিন্তা করবেন না। মায়ের বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন, ইনশাল্লাহ। কেননা আপনি বর্তমানে কোন খারাপ কাজ করছেন না এবং পূর্ববর্তী খারাপ কাজের জন্য আল্লাহর কাছে তওবা করেছেন। শুকরান।
প্রশ্ন :৪ রাকাতের ফরয নামাাজের ৩য় রাকাতে সুরা ফাতেহার পর বিসমিল্লাহ পড়ে ফেলি মাঝে মধ্যে – এবং
কখনো সুরার ২ এক আয়াতও পড়ে ফেলি —
নামজে জি সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে।
উত্তর: না, এতে করে নামাজে সাহু সিজদা দিতে হবে না। শুকরান।
প্রশ্ন আমার কাছে ৭০ হাজার টাকা একবছর আছে।
কিন্তু আমার ঋন আছে ২লক্ষ টাকা।
ঋন দাতার টাকা প্রয়োজন পরে, তাই পরে দিলে হবে,এজন্য ৭০ হাজার টাকা অন্য কাজের জন্য রাখা আছে।
এখন কি আমার যাকাত ফরজ হয়েছে?
উত্তর : যদি আগামী এক বছরে এই টাকা দিতে না হয় তাহলে আপনার এই সত্তর হাজার টাকার উপর যাকাত আসবে। শুকরান।
প্রশ্ন: তারাবিহর সলাত এক রাকআত পেলে আরেক রাকআত কি একা পড়ে নিতে হবে?
উত্তর : হ্যাঁ, আর এক রাকাত একা একা পড়ে নিতে হবে। শুকরান।
প্রশ্ন : ইমামত্রয় কারা?
উত্তর: ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। শুকরান।
প্রশ্ন :১.কুরআন তেলওয়াত এর শুরুতে,
শুধু اعوذ بالله من الشيطان الرجيم.
বা শুধু بسم الله الرحمن الرحيم.
পড়লে হবে কি?
২.কোনটা না পড়ে আরম্ভ করলে গোনাহ হবে কি?
উত্তর: দুইটা পড়াই আদব তবে কোন একটা পড়লেও হবে। একটা বাদ দিয়ে আর একটা পড়লে কোন গোনা হবে না। শুকরান।
প্রশ্ন : আসসালামু আলাইকুম-
একটা মসজিদে কোন ব্যক্তি যদি এতেকাফে না বসে,তাহলে কি টাকার বিনিময়ে ঐ মসজিদে কাউকে এতেকাফে বসানো যাবে??
উত্তর: টাকার বিনিময়ে এতেকাফ করালে এতেকাফ হয় না। শুকরান।
প্রশ্ন: ব্যাবসার উদ্দেশ্যে দ্বীনি প্রতিষ্ঠান খুলে,সেখানকার ছাত্র আলেম হলে বা হাফেজ হলে, সেই ছাত্রের মাধ্যমে কি আল্লাহর সন্তুষ্টি আশা করা যাবে বা পাওয়া যাবে?
উত্তর: ছেলে আলেম বা হাফেজ হলে তার ফজিলত অবশ্যই আছে। আলেম বা হাফেজ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যই হবে। এখানে ছাত্রের কোন সমস্যা হবে না। কিন্তু যারা ব্যবসার নিয়তে প্রতিষ্ঠান দিয়েছে তাদের নিয়ত ব্যবসার জন্য হবে। শুকরান।