গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের বেলতলা জামিয়া রহমানিয়া আরাবীয়া মাদরাসা ও এতিমখানায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,মসোলা বুট, খেজুর, সেমাই, চিনি, মুড়ি, আদা-রসুন সহ আরো অনেক কিছু।
উক্ত ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম। এ সময় তিনি বলেন আমাদের এই সমাজ কল্যাণ পরিষদ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সমাজের বৃত্তবান ব্যক্তিরা যদি আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা আগামীতে আরো বেশি বেশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়াতে পারবো।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গ্রামবাসী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।