ঢাকা   ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কবি নুরুজ্জামান মুসাফির রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 87 শেয়ার

বিশেষ প্রতিনিধি :

পাবনা সংস্কৃতি কেন্দ্র কর্তৃক আয়োজিত বিশিষ্ট কবি ও সাহিত্যিক কবি নুরুজ্জামান মুসাফির রচিত আমার যত গান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২০ মার্চ বুধবার পানবার স্থানীয় আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা সংস্কৃতি কেন্দ্রের প্রধান পৃষ্ঠ পোষক অধ্যাপক আবু তালেব মন্ডল। পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুর গাফফার খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বইয়ের লেখক কবি নুরুজ্জামান মুসাফির, দৈনিক জীবন কথা পত্রিকার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ, পাবনা সংস্কৃতি কেন্দ্রের পৃষ্ঠ পোশাক অধ্যাপক রাকিব উদ্দিন, পাবনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, এস এ টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাবনা প্রতিনিধি এস এম আলাউদ্দিন, পাবনা সাংস্কৃতিক সংসদের পরিচালক ও দৈনিক সংগ্রামের পাবনা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু প্রমুখ বক্তব্য দেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পাবনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ইকবাল হুসাইন।

অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা, বীমা প্রতিনিধি, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সকল কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে কবি নুরুজ্জামান মুসাফির স্বরচিত নিজে কবিতা পাঠ ও ইসলামী গান পরিবেশন করেন। উপস্থিত সবাই মধ্যে ইফতারী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ আকতারুজ্জামান।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪