ঢাকা   ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে তিন প্রতিষ্ঠানে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা গুণল ১৯ হাজার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৮, ২০২৪
  • 55 শেয়ার

মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার ১৮ মার্চ বিকাল ৩ টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ব্রিজঘাট বাজারের আনোয়ার সিটি ভবনে থাকা ফুলকলিকে ১০ হাজার টাকা ও মুরগি দোকানি নুরুল আজমকে ৪ হাজার ও মুরগি দোকানি নুরুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না রাখায় ফুলকলিসহ এই তিন প্রতিষ্ঠানতে জরিমানা গুনতে হয়। পাশাপাশি সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক (এডি) নাসরিন আক্তার ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

অভিযানে নেতৃত্বকারী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘উপজেলা প্রশাসন রমজান জুড়ে এ অভিযান অব্যাহত রাখবে। রমজানে সাধারণ ক্রেতারা যেন হয়রানি না হন।

কোন অসাধু ব্যবসায়ি যদি বাজার অস্থীতিশীল করতে চায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪