ঢাকা   ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গুণীরা হবে দোষী

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
  • 78 শেয়ার

 

নিজের চোখে দেখা
আর ঠেকে ঠেকে শেখা
মানুষ পঠোন অতুল এ জ্ঞান
জীবন অভিজ্ঞতা!

জ্ঞানী হবে অপমান
গুণীরা হবে দোষী
সত্য যাবে নির্বাসনে
মিথ্যা হবে জয়ী।

জ্ঞানীরা আজ চুপশে যাবে
জ্ঞানহীন দের কাছে
কথাগুলো বিদ্যানেরা
সত্য বলে গেছে।

উপকারী অর্জুন গাছে
ছাল থাকে না
পর উপকারী মানুষের পাছায়
কাপড় থাকে না।

উপকার করলে মানুষ
মনে রাখে না
উপকারী মানুষের পীঠে
চামড়া থাকে না।

বাঁচো মাথা উচু করে
শিখো মাথা নিচু
কথা গুলো বলে গেছেন
দাদা ভবোগুরু।

যে থালাতে ভাত খায়
সেই থালাতে ফালায়
সেই থালাটা চাপড়ে আবার
মারফতি গান গায়।

জীবন এতো সহজ নয়
বাস্তব যতোটা কঠিন
জীবন পথে আছে বাঁধা
কথাটা যেমন সঠিক।

 

কলমে: এম রফিক সিরাজী

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪