ঢাকা   ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘাটালের লোকসভা কেন্দ্রের প্রার্থী, দীপক অধিকারী ওরফে দেব, রোড শো করলেন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 74 শেয়ার

সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি:

বিকেল পাঁচটায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে ,ঘাটাল লোকসভা কেন্দ্রে রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড সো করলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব ।

এই রোড শো রঘুনাথবাড়ি, জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথবাড়ি ঠাকুরবাড়িতে এসে তিনি পুজো দেন ,এবং পূর্ব শুকুটিয়া প্রাইমারী স্কুলের মাঠে একটি সংক্ষিপ্ত জনসভা করেন। আসন্ন ভোটকে কেন্দ্র করে, সাধারণ মানুষের কাছে তার বার্তা দিলেন, জনসভা শেষে পুনরায় রোড শো করেন, এবং চাইপুর এসে তিনি চা চক্রে যোগ দেন।

লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব আসার আগে থেকেই, রাস্তার দু’ধারে অগণিত সিনেমা প্রেমী ও এলাকার মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন, এবং সারা রাস্তায় ফুলের বৃষ্টি ঝরতে থাকে, আর সাথে সাথে দেব সবার হাতে হাত মিলিয়ে অভ্যর্থনা জানান। বাড়ির উপরে থাকলেও যে সকল ছেলে-মেয়ে তার সামনে এগিয়ে গিয়েছেন সকলের হাতে হাত মিলিয়েছেন। এবং দুহাত জোড়ো করে ভোট প্রার্থনা করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪