ঢাকা   ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই বেকারীকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 74 শেয়ার

রাজশাহী প্রতিনিধি:

নাটোরে মান সনদ না থাকায় দুই বেকারীকে মামলা দায়ের সহ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৯ মার্চ (মঙ্গলবার) নাটোর জেলার সদর উপজেলায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে বাধ্যতামূলক পণ্য বিস্কুট, কেক, ব্রেড ও চানাচুর উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভাটদাড়া এলাকার মেসার্স আরাফ বেকারী কে ১০ হাজার টাকা এবং কেশবপুর এলাকার মেসার্স নাটোর বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়

ভ্রাম্যমাণ আদালতটি নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির উদ্দিন।এছাড়া সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো: আমিনুল ইসলাম।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪