ঢাকা   ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলাহাটে এক স্কুল শিক্ষকের নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৮, ২০২৪
  • 54 শেয়ার

মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বজরাটেক সবজা উচ্চ বিদ্যালয়ের রবিউল ইসলাম কালু এই শিক্ষকের নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম কালু নামের এই শিক্ষক স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি সরকার কর্তৃক বাবদ ১০০ টাকা বেশি এবং শিক্ষার্থীদের সেশন চার্জ ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করেছেন। এর আগে আজ বেলা ১১ টার দিকে ২ নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে একটি মানববন্ধন করেন স্কুল শিক্ষার্থীদের বাবা-মা।

এই বিষয় নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন বলেন, অভিযোগে যেসব কথা বলা হয়েছে সবগুলোই সত্য। আমি উনাকে বারণ করা সত্ত্বেও এ কাজগুলো করেছেন। তিনি আরো বলেন, শিক্ষক রবিউল ইসলাম কালু আমাদের না জানিয়ে গত বছরের ৬০ মন বই বিক্রি করেছেন। আমি ইউএনও অফিসে এই অভিযোগ জমা দিবো এবং তাদের কাছে দ্রুত বিচারে দাবি জানাবো।

এ বিষয়ে শিক্ষক রবিউল ইসলাম কালু এর সাথে কথা বললে তিনি বলেন, এসব গুলো মিথ্যা এবং বানোয়াট। আমার নামে অপপ্রচার ছড়াচ্ছে।

এ বিষয়ে ইউএনও ভারপ্রাপ্ত কর্মকর্তা আনজুমান সুলতানা বলেন, আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। আসলে আমি আইনি ব্যবস্থা নিব।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪