শংকর ঋষি, শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে রবিবার ( ১৭ ই মার্চ) সকাল ৯ টায় উপজেলা সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রানী দাশ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দীন, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হাওলাদার, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম , মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস,বীর মুক্তিযোদ্বা বলরাম দাস, সরকারি গোবিন্দ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিল্টন দাশ,শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গণমাধ্যমকর্মী, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।
এ সময় উপস্থিত ছিলেন। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান।