মোঃ কামাল হোসেন, প্রতিনিধি নরসিংদী:
অদ্য ২১/৩/২৪ ইং বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর উদ্যোগে দুলালপুর ইউনিয়ন ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন গরবাড়ি বাজারে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ সহ সভাপতি আলহাজ্ব জুনায়েদুল হক ভূঁইয়া জুনু। তিনি বলেন, যারা আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং মনেপ্রাণে আওয়ামী লীগকে ভালোবাসে , অর্জিনিয়াল আওয়ামী লীগ পরিবারের সদস্য তারাই যুবলীগ করবে। আমরা চাই সকলের সম্মিলিতভাবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে ,শিবপুরের রাজনীতি টাকে সুস্থ ধারায় আনতে ।
যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পরিবারের সদস্য তারাই যুবলীগ কমিটিতে আসবে , হঠাৎ করে এসে পদ নিয়ে যাবে এরকম যাতে না হয়। ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গ্বোস্বামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, আলহাজ্ব মো: মাহবুব আলম মোল্লা তাজুল, প্রধান বক্তা শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।
ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আফজাল খান, সঞ্চালনা করেন আবদুল্লাহ মৃধা প্রমোখ।