রাকিব হোসেন, মানিকছড়ি প্রতিনিধি:
1.হুজুর!সন্তান হয়েছে কানে আজান দিতে হবে।
2.হুজুর!ভালো একটা নাম রেখে দেন তো।
3.হুজুর!ও ভয় পেয়েছে,একটু পানি পড়ে দেন।
4.হুজুর!ওকে শুদ্ধ করে কুরআনটা শিখাইয়েন।
5.হুজুর! ও কে জ্বীনে ধরছে,একটু ঝাড়-ফুঁ করেন।
6.হুজুর!ওর PSC, JSC, SSC, ডিগ্রী, অনার্স,,মাস্টার্স পরীক্ষা, দোয়া কইরেন।
7.হুজুর!ওর রেজাল্ট দিবে,দোয়া কইরেন।
8.হুজুর!অমুকের বিয়ে পড়াতে হবে,চলেন।
9.হুজুর!আমার মা অনেক অসুস্থ,দোয়া করতে হবে,চলেন।
10.হুজুর!ভাই বিদেশ যাবে দোয়া কইরেন।
11.হুজুর!একটু সমস্যার মধ্যে আছি দোয়া কইরেন।
12.হুজুর!বাড়ি বন্ধ দিতে হবে,আসেন।
13.হুজুর!ও কেমন জানি করে একটা তাবিজ দেন তো।
14.হুজুর!অমুক মৃত্যু শয্যায়,একটু কুরআন পড়েন।
15.হুজুর!অমুক মারা গেছে জানাজা পড়ান।
16.হুজুর!ইমামতি করেন।
17.হুজুর!ঈদের নামাজ পড়ান।
18.হুজুর!গরুটা জবাই দিয়ে যান।
19.হুজুর!কবর বাসীদের জন্য দোয়া করেন।
20.হুজুর!মৃত্যু ব্যক্তির জন্য কুরআন খতম করেন।
ইত্যাদি,, ইত্যাদি,, ইত্যাদি,,‼️
নিজের বেলা ১৬ আনা আর হুজুরের বেলায় ৪ আনা,,❗
হুজুররা তাদের পরিবারের সদস্য নিয়ে কেমন আছেন,একবারও কি ভেবেছেন কেউ..⁉️
যাদের জীবনের পুরোটাই অন্য মানুষের জন্য,তাদের জন্য কিছুই করার নেই আপনাদের,,⁉️
বিবেকটাকে একটু প্রশ্ন করুন,❕
আপনার মাসিক খরচ লাগে ত্রিশ হাজার! কিন্তু একজন হুজুর কিভাবে 5,7,9হাজার টাকা দিয়ে পরিবার চালান,,❔
একটু ভাবুন! চিন্তা করুন! নিজের বিবেককে প্রসারিত করুন তারা কিন্তু আমার আপনার সকল সমস্যার বিষয়ে দোয়াতে শামিল করে, আর তাদের বিষয় নিরবে ধৈর্যের মধ্যে রেখে দেয় আর আল্লাহ আল্লাহ করে সময় কাঁটায়।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পরিপূর্ণ সঠিক বুঝ দান করুন।(আমিন)