ঢাকা   ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসায়”উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৮, ২০২৪
  • 70 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনার আইচগাতী সেনের বাজার, ইজারাকৃত টোল আদায়ে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ। অভিযোগ পত্রে জানা যায়- খুলনা জেলা রূপসা উপজেলার আইচগাতী সেনের বাজার ইজারা পায় মো. নূর ইসলাম সরদার। তিনি বাজারে শান্তিপূর্ণভাবে টোল আদায় করে আসছিল।

নূর ইসলাম সরদার বলেন- গত ১৬ মার্চ সকাল ১১ টার দিকে বাজারে টোল আদায় করতে গেলে (আইচগাতী গ্রামের মেম্বার) সোহেল মল্লিক ও মিরাজ উভয় মিলে আমার কাছ থেকে টোল আদায়ের রশিদ সহ ১৩ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করে।

আর বলে এ বাজারের টোল আদায় করতে হলে, আমাকে ভাগ দিতে হবে। অন্যথায় বাজারে আসা বন্ধ করে দিব। এ পর হতে জোরপূর্বক সোহেল মল্লিক ও মিরাজ বাজারের টোলের টাকা উঠিয়ে নিচ্ছে।

আমি এখন আর বাজারের টোল আদায় করতে পারছিনা। নিরুপায় হইয়া আইনি সহয়তা পেতে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪