ঢাকা   ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তাঁতীলীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
  • 162 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

কর্ম, সেবা, প্রগতি, তাঁতীলীগের মূলনীতি, এই প্রতিপাদ্য নিয়ে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নে শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম জাফরের নেতৃত্বে তাঁতীলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চককীত্তি হাইস্কুল এন্ড কলেজের হল রুমে চককীত্তি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক সম্পাদক জানমোহাম্মদ চককীত্তি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ আলী, ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার,চককীত্তি ইউনিয়ন, তাঁতীলীগের ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম,বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স মন্ডল ট্রেডাসের পরিচালক সৈবুর রহমান মন্ডল, আওয়ামীলীগের ২ নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম মংলু, চককীত্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সেলিম, প্রমূখ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন অঙ্গসংগঠন হিসেবে প্রতিটি নির্বাচনে তাঁতীলীগ অপরিসীম ভূমিকা পালন করেছেন, আমরা আশা করছি আগামী নির্বাচন গুলোতে তাঁতীলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মোঃ তরিকুল ইসলাম, দোয়া শেষে ইফতারের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪