খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোটার ঢাকা বিভাগ:
নরসিংদীর মনোহরদীতে সরকারী শিশুপরিবার (বালক) পরিদর্শন ও এতিম শিশুদের সাথে ইফতার করেছেন নরসিংদীর জেলা প্রশাসক। সোমবার(১৮ ই মার্চ ২০২৪ খ্রি.)মনোহরদী উপজেলা প্রশাসন ও সরকারী শিশু পরিবার,মনোহরদী,নরসিংদীর আয়োজনে উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবার(বালক)পরিদর্শন করেন নরসিংদী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.বদিউল আলম।
এরপর তিনি সরকারী শিশু পরিবারের(বালক)এতিম শিশুদের সাথে কুশলবিনিময় ও ইফতারে অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার এডিসি মোস্তুফা মনোয়ার,মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার,হাছিবা খান,সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া,উপজেলা সমাজসেবা অফিসার,মনির হোসেনসহ শিশু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।