ঢাকা   ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কর্ণফুলীতে মুদির দোকানে চুরি করতে গিয়ে গ্রেপ্তার যুবক

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২২, ২০২৪
  • 93 শেয়ার

মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে আজ শুক্রবার একটি মুদির দোকানে চুরি করার অভিযোগে স্থানীয়দের কাছে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন একজন।

পরে পুলিশ ওই চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোবারক হোসেন। এর আগে, দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) চরহাজারী খালপাড় আদর্শপাড়ার ফারুকের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মোঃ শাহাজাহান প্রকাশ কালু (৪০) ভূজপুর থানার রমজানের বাপের বাড়ির আবদুল মালেকের ছেলে।

এ ঘটনায় মুদির দোকানদার মো. ফারুক বাদী হয়ে গ্রেফতারকৃত কালুকে ১ নম্বর আসামি করে আরও দুইজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছেন।এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন-কর্ণফুলী থানার শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাছা মিয়ার ছেলে নাজিম (৩৮), একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে নওশা মিয়া (৪৮)।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল রাজ্জাক বলেন, চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪