সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অসংখ্য অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহেরির খাদ্য সামগ্রী বিতরন করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর সদর মেট্রোথানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মাসুদ রানা এরশাদ।
বুধবার (২০ মার্চ) দুপুরে ২৮নং ওয়ার্ড় এলাকার রাজবাড়ি শহীদ বরকত স্টেডিয়াম সংলগ্নে মাসুদ রানা এরশাদের ব্যাক্তিগত তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে মাসুদ রানা এরশাদ বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব বজায় রেখে আমাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
এমাসের ফজিলত ও বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতদরিদ্র মানুষেরা কষ্টে দিনযাপন করছে, তাই মানুষের কল্যাণে দরিদ্র- অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি সমাজের সকল বিত্তশালীদের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার আহবান জানান।