মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারস্থ কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৭টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ ২২ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল বাজারস্থ কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে আজাদ বিল্ডিংয়ের ৩য় তলার ৮নং রুমের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- মোঃ রিদওয়ান (২২), মোঃ করিম উল্লাহ (২৮) ও নুর আলম (২৩)। মো: রিদওয়ান কক্সবাজার জেলার চকরিয়ার থানার খুটাখালী ৪নং ওয়ার্ডের মৃত মো. ইসলামের পুত্র, মোঃ করিম উল্লাহ একই ওয়ার্ডের শফি উল্লাহর পুত্র আর নুর আলমও একই ওয়ার্ডের মৃত মোঃ ইসলামের পুত্র।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন, এসআই মৃনাল কান্তি মজুমদার সঙ্গীয় অফিসারসহ চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারস্থ কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে আজাদ বিল্ডিংয়ের ৩য় তলার ৮নং রুমের ভিতর হতে চোরাই বিভিন্ন মডেলের ১৭ টি মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করেন।
চান্দগাঁও থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।