ঢাকা   ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিপুল লোক সমাগমের মধ্য দিয়ে আরব আমিরাতে ইসলামী নব জাগরণ সংগঠনের বার্ষিক দীনি মাহফিল সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৮, ২০২৪
  • 40 শেয়ার

মোঃ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:

ইসলামী নবগাজরণ সংগঠন আরব আমিরাত শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক দীনি মাহফিল বিপুল লোক সমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল সিটিস্থ চট্টলা ট্রাভেলের হল রুমে গতকাল রবিবার রাত ০৯:৩০ টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আরব আমিরাত শাখার উপদেষ্টা জনাব জুলফিকার ওসমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন।

আরব আমিরাতে দেশের শীর্ষ আলেমদের অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর ইসলামী জলসার আয়োজন করে ইসলামী নবজাগরণ আরব আমিরাত শাখা। এতে আলেমদের জবান থেকে দীনের কথাবার্তা শ্রবণ করতে প্রবাসের বাংলাভাষী মানুষের ঢল নামে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও গুরুত্বপূর্ণ আলোচনার শ্রবণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকেন, দারুল উলুম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ, জামিয়া বাবুনগর মাদরাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মাহমুদ হাসান, নাজিরহাট বড় মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী, ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, চট্টগ্রাম অক্সিজেনস্থ দারুল আফকার মাদ্রাসার পরিচালক মাওলানা জাকারিয়া হাসনাবাদী, দুবাই ইন্টারন্যাশনাল সিটি আওকাফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা ড. আবদুস সালাম, বিশিষ্ট লেখক মাওলানা মুছা বিন ইজহার, সংগঠনের উপদেষ্টা কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী শহিদুল্লাহ, দলইনগর মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুফতি হোসাইন আহমদ, চট্টগ্রামের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী মাওলানা আলমগীর বিন কবির।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নব জাগরণ সংগঠন কাতার শাখার সভাপতি মাওলানা নুরুল কবির, সংগঠনের দায়িত্বশীল মাওলানা মাসুদ, মাওলানা ইরফান সোলাইমান, মাওলানা হাফেজ এরশাদ, শাহাবুদ্দিন,আবছার, কওমি ভিশন সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ ওবাইদ, মাওলানা আতিকুল্লাহ, মুহাম্মদ আয়ুব, মুহাম্মদ সাজ্জাদ, হাফেজ নোমান, মুহাম্মদ জাকের উল্লাহ, মুহাম্মদ নিসাদ, ফাহিম প্রমুখ।

মাহফিলের বিশেষ অতিথি আল্লামা শেখ আহমদ সাহেবের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়। মাহফিলে আলোচকবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষা, ইবাদত ও জিকির আজকারে সময় অতিবাহিত করার প্রতি জোর দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪